খুলনা, বাংলাদেশ | ১৫ আষাঢ়, ১৪৩১ | ২৯ জুন, ২০২৪

Breaking News

  ময়মনসিংহের ভালুকায় বালুবোঝাই ট্রাকে পরিবহনের ধাক্কায় বাসচালক নিহত
  চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

যশোরে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্তের হার কমে ৯.৮৭

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে করোনায় আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় ফের ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে মোট ৩৪৫টি নমুনা পরীক্ষায় ৩৭ জন, হাসপাতালের রেপিড এন্টিজেন ৩৫টি পরীক্ষায় কেউ শনাক্ত হয়নি।

এছাড়া জিন এক্সপার্ট ৪টি নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন পরীক্ষা অনুসারে শনাক্তের হার ৯ দশমিক ৮৭ শতাংশ। এ নিয়ে যশোরে মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৫৫ জন ও মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২২ জন। এদিন যশোরে নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলা এলাকায় সর্বোচ্চ ২৫ জন, কেশবপুরে ২, মনিরামপুরে ৪ জন, শার্শায় ৬ জন ও চৌগাছায় ১ জন রয়েছেন। এ নিয়ে হাসপাতালের রেডজোনে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৭ জন ও ইউলোজোনে ২০ জন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!