খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে অন্তবর্তী সরকার
  কাল থেকে বিডিআর বিদ্রোহের আসামীদের বিচার হবে কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত অস্থায়ী আদালতে : প্রজ্ঞাপন
  উন্নত চিকিৎসার জন্য লন্ডনে খালেদা জিয়া, স্বাগত জানিয়েছেন তারেক রহমান ও জোবাইদা রহমান

যশোরে কমরেড হক স্মরণে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

যশোর প্রতিনিধি

কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল হক এর শততম জন্মবার্ষিকীতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার শহরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে আলমগীর সিদ্দিকী হলে (টাউন হল) এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল হক।

বক্তৃতা করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু, সাংগঠনিক সম্পাদক সমীরণ বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির জেলা সহ-সভাপতি আবু বক্কার সরদার, জগন্নাথ বিশ্বাস, পরিতোষ দেবনাথ, নড়াইল জেলা সম্পাদক হুমায়ন কবির, শাহরিয়ার আমির, অ্যাড. আহাদ আলী লস্কর, আইয়ুব হোসেন, কামরুজ্জামান রাজেস, অভয়নগর থানার নেতা নাজমুল হুসাইন, জাতীয় ছাত্রদলের জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস ও মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক কৃষ্ণা সরকার।

সভার শুরুতে কমরেড আবদুল হক-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শেষে দুপুর সাড়ে ১২টায় প্রয়াত কমরেড আবদুল হক-এর জন্মশতবার্ষিকীর র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!