খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

যশোরে এক সপ্তাহ পর করোনায় মৃত্যুর সংখ্যা কমে ৭

যশোর প্রতিনিধি

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সবচেয়ে কমসংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত এ ভাইরাসে মোট মারা গেছেন ৭ জন। এর মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে ও একজন উপসর্গ নিয়ে। যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার-আরএমও ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরে গত এক সপ্তাহ যাবৎ প্রতিদিনই মৃত্যুর সংখ্যা ১০ এর উপরে ছিল। ৪ জুলাই মারা যান ১৭ জন, ৫ জুলাই মারা যান ১১ জন, ৬ জুলাই মারা যান ১২ জন, ৭ জুলাই মারা যান ১৪ জন, ৮ জুলাই মারা যান ১১ জন, ৯ জুলাই মারা যান ১২ জন ও ১০ জুলাই মারা যান ১২ জন।

এদিন যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের রেডজোনে ভর্তি হয়েছে ৩৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৬৮ জন এবং মারা গেছেন ৬ জন। এছাড়া, ইয়েলোজোনে ভর্তি হয়েছেন ৪০ জন, মোট চিকিৎসাধীন রয়েছেন ৮১ জন ও মারা গেছেন ১ জন। মৃতদের মধ্যে করোনা আক্রান্ত ৬ জনের মধ্যে ৫ জনই নারী। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া মানুষটিও একজন নারী। যাদের বয়স ২৩ থেকে ৬৫ বছরের মধ্যে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!