যশোরে করোনায় প্রাণহানি ও শনাক্ত ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে করোনায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালের রেডজোনে ৬ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেডেট ওয়ার্ড রেডজোনে মঙ্গলবার ভর্তি রয়েছেন ১১৫ জন ও ইয়েলোজোনে ৩৬ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৩৪টি নমুনা পরীক্ষায় ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৩৩ শতাংশ। এর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার ২৫১টি নমুনা পরীক্ষায় ৮০ জন, হাসপাতালের র্যাপিড অ্যান্টিজেন ১৮০টি পরীক্ষায় ৫৩ জন, জিন এক্সপার্ট ৩টি পরীক্ষায় ৩টি পজিটিভ হয়েছেন।
এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৭৪৮ জন, সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫২ জন ও মোট মৃত্যুবরণ করেছেন ৩১১ জন। শনাক্তদের মধ্যে যশোর সদর উপজেলায় সর্বোচ্চ ৫৭ জন, কেশবপুরে ৩ জন, অভয়নগরে ২৪ জন, মণিরামপুরে ১১ জন, বাঘারপাড়ায় ১১ জন, শার্শায় ১৭ জন ও চৌগাছায় ১৩ জন রয়েছেন।
খুলনা গেজেট/এনএম