খুলনা, বাংলাদেশ | ১৮ মাঘ, ১৪৩১ | ১ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বিকালে অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
  যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ৬ আরোহি নিয়ে বিমান বিধ্বস্ত, হতাহতের শঙ্কা
  আজ থেকে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ১ টাকা

যশোরে ইজিবাইক শো-রুমে ডাকাতি, তিন পুলিশ ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ইজিবাইকের শোরুমে গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা শো-রুমের তালা ভেঙে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় একজন এএসআই ও দুজন কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

দোকান মালিক আবুল কাশেম জানান, যশোর উপশহরের গোল্ডেন বাইক শোরুমে শুক্রবার রাত ২:৩০ মিনিটে একদল ডাকাত হানা দেয়। তারা অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের নৈশ প্রহরী আবুল হোসেনকে গামছা দিয়ে বেঁধে রেখে শোরুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা নগদ টাকা ও ব্যাটারিসহ বিভিন্ন মালামাল নিয়ে পালিয়ে যায়।

তিনি জানান, পরে ওই রাতে নৈশ প্রহরির ফোন পেয়ে আমি শোরুমে আসি। দেখতে পাই প্রতিষ্ঠান থেকে ১৫০ পিস ব্যাটারি, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল ডাকাতরা নিয়ে গেছে। এ বিষয়ে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, খবর শুনে ঘটনাস্থলে যান যশোরের পুলিশ সুপার জিয়া উদ্দিন আহমেদ। পরিদর্শন শেষে তিনি দায়িত্ব অবহেলার অভিযোগে উপশহর পুলিশ ফাঁড়ির এ এস আই ইসারত ও দুই কনস্টেবলকে পুলিশ লাইনে সংযুক্ত করেন। অতিদ্রুত ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও মালামাল উদ্ধার করা হবে বলে পুলিশ সুপার দোকান মালিককে আশস্ত করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!