যশোর বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের আরেকটি বিমানে যশোর থেকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার সকালে এ সমস্যা ধরা পড়ে।
ইউএস বাংলার যশোর অফিস সুত্রে জানা গেছে, এদিন সকাল ৮টা ৩০ মিনিটে বিএস ১২২ নং ফ্লাইট উড্ডয়নের আগে যান্ত্রিক ত্রæটি ধরা পড়ে। এ কারণে উড্ডয়ন স্থগিত করা হয়। তিন ঘন্টা পর যাত্রীদের অপর একটি বিমানে ঢাকায় পাঠানো হয়।
বিষয়টি নিয়ে ইউএস বাংলা যশোর অফিসের ম্যানেজার সাব্বির হোসেন জানান, ওই ফ্লাইটে ত্রুটি ধরা পড়ায় ঢাকা থেকে আরেকটি বিমান এনে যাত্রীদের বেলা সাড়ে ১১টায় ঢাকায় পাঠানো হয়।
এ ব্যাপারে যশোর এয়াপোর্ট ম্যানেজার রেজাউল ইসলাম মাসুদ ইউএস বাংলার ফ্লাইটে ত্রুটির কথা স্বীকার করে বলেন, বিমানটির প্রপেলারে ত্রুটি ধরা পড়ার কারণে অন্য একটি বিমানে যাত্রীদের ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ টি আই