যশোরের শিক্ষাঙ্গনগুলোতে শিশুদের আনন্দঘন পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার প্রধান অতিথি হিসেবে জিলা স্কুলে এ উৎসবের উদ্বোধন করেন। এরপর তিনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
পরবর্তীতে সকাল ১০টা থেকে শহর ও শহরতলীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের আয়োজন করা হয়। নতুন বই হাতে পেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। তারা বইয়ের ঘ্রাণ নেয় ও বিদ্যালয় প্রাঙ্গণে ছুটাছুটি করতে থাকে।
এদিকে যশোরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণে থাকায় বই উৎসব করতে কিছুটা দেরি হয়।
খুলনা গেজেট/এনএম