যশোর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ (৩০), একই এলাকার শহিদুল ইসলামের ছেলে শরিফ ওরফে ব্লাক শরিফ, মামুনের ছেলে শান্ত (২৫) ও ফারুক শেখের ছেলে রানা (২৬)। মঙ্গলবার গভীর রাতে শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পাশ থেকে তাদের আটক করা হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আনসারুল হক জানান, পুলিশের কাছে গোপন খবর ছিলো কয়েকজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে বড় ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছে। এসময় পুলিশ বেজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও ১৬০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম, শরিফ ওরফে ব্লাক শরিফ, শান্ত ও রানা এ চারজনকে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, অস্ত্র-মাদক আইনে তাদের বিরুদ্ধে থানায় পৃথক মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। তারা এলাকার উঠতি সন্ত্রাসী।
খুলনা গেজেট/এনএম