খুলনা, বাংলাদেশ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৯ মে, ২০২৪

Breaking News

  বাজারে থাকা এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ, বাজারজাতকারীকে ১৬ লাক টাকা জরিমানা
  ৭ ব্যক্তিকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

যশোরে অস্ত্র ও বিস্ফোরণ মামলায় দু’জনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছায় র‌্যাবের অভিযানে অস্ত্র ও বোমাসহ আটক নুর মোহাম্মদসহ দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, ঝিকরগাছা উপজেলার আজমপুর গ্রামের সোবহান গাজীর ছেলে নুর মোহাম্মদ ও একই গ্রামের মৃত রওশন আলীর ছেলে মনিরুল ইসলাম মনি। অস্ত্র ও বিস্ফোরকের পৃথক দু’টি মামলার তদন্ত কর্মকর্তা ঝিকরগাছা থানার এস আই নজরুল ইসলাম মঙ্গলবার আদালতে এ চার্জশিট দিয়েছেন।

আদালত সূত্র জানায়, গত বছরের ২৯ অক্টোবর ঝিকরগাছা উপজেলায় বিশেষ অভিযান চালায় র‌্যাব-৬ খুলনা লবণচরা ইউনিটের সদস্যরা। অভিযানে শিমুলিয়া ইউনিয়নের আজমপুর গ্রামের নুর মোহাম্মদ আটক হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও সাতটি ককটেল উদ্ধার করা হয়। পরে নুর মোহাম্মদ অপর আসামি মনিরুল ইসলাম মনির নাম বলে। এ ঘটনায় র‌্যাবের এসআই আব্দুল খালেক বাদী হয়ে ঝিকরগাছা থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন। মামলা দু’টি তদন্ত করে পুলিশ ওই দু’জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট দেন। চার্জশিটে নুর মোহাম্মদকে আটক ও মনিকে পলাতক দেখানো হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!