যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার হার্টে রিং পরানো হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার সকালে তাকে হাসপাতালে দেখতে যান যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদসহ নেতাকর্মীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরজাহান ইসলাম নীরা গত ২২ অক্টোবর যশোর থেকে ঢাকায় গিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ অক্টোবর এনজিওগ্রাম করা হলে তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। এরপর চিকিৎসকদের পরামর্শে তার একটি ব্লকে রিং পরানো হয়। তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে ডাক্তাররা জানান।
উল্লেখ্য, আওয়ামী লীগ নেত্রী নুরজাহান ইসলাম নীরা সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনী প্রচারণাকালে ১৮ অক্টোবর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে খুলনায় স্থানান্তর করা হয়। চিকিৎসা গ্রহণের পর তিনি নির্বাচনের আগের রাতে ১৯ অক্টোবর যশোরে ফিরে আসেন। ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের পর তিনি ফের অসুস্থ হয়ে পড়লে ২২ অক্টোবর ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
এদিকে, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ সোমবার বেলা ১১টায় নুরজাহান ইসলাম নীরাকে দেখতে স্কয়ার হাসপাতালে যান। তিনি নীরার শারীরিক খোঁজখবর নেন। এসময় তার সাথে ছিলেন যশোর জেলা পরিষদের সদস্য হাজেরা খাতুন, যুবলীগ নেতা রাজিবুল আলম এবং নুরজাহান ইসলাম নীরার ছেলে আরিফুল ইসলাম হিরা।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নুরজাহান ইসলাম নীরা আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে দু’লাখ ৭৬ হাজার ১৯ ভোট পেয়ে জয়লাভ করেন।
খুলনা গেজেট/এনএম