যশোরে ক্যাফে মদিনা হোটেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়েছে। এসময় মুরগির বাসি প্রিল, কাবাব, মাছ, ভাজিসহ বিভিন্ন খাবার পুনরায় বিক্রির জন্য ফ্রিজে রাখা ও নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
একইদিন মণিহার ফলপট্টিতে অভিযানে বাবু মোল্লাকে লিচুর তোড়ায় কম দেয়ার অপরাধে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিনি ক্রেতাদের ৫০টি লিচুর পরিবর্তে ৪২টি লিচু দিচ্ছিলেন।
বৃহস্পতিবার(২৬ মে) সকাল ১০ টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব। তাকে সহযোগিতা করেন ক্যাব যশোরের সদস্য আব্দুর রকিব সরদার ও জেলা পুলিশের সদস্যরা।