খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

যশোরের আলোচিত রোশনি হত্যা মামলার আসামির আত্মসমর্পন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে আলোচিত রওশনারা রোশনি হত্যা মামলার আসামি রিয়াজুল ইসলাম চৌধুরী ওরফে হৃদয় আদালতে আত্মসমর্পন করেছে। রিয়াজুল যশোর উপশহর ডি-বøকের মাহমুদুর আলম চৌধুরীর ছেলে ও নিহতের আপন বোনের ছেলে। সে এসএসসি পরীক্ষার্থী ছিলো। আদালতের নির্দেশে তাকে পরীক্ষা দেয়ার স্বার্থে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলো আদালত।

রোববার মামলার ধার্য দিনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক গোলাম কবিরের আদালতে রিয়াজুল আত্মসমর্পন করে জামিনের আবেদন জানালে আদালত জামিন আবেদন না মঞ্জুর করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দুপুরে যশোর শহরের আশ্রম মোড়ের বাড়িতে গৃহবধূ রওশনারা রোশনি খুন হন। তিনি সাবেক প্রাণিসম্পদ কর্মকর্তা মৃত মুস্তাফিজুর রহমান মনুর স্ত্রী। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। কি কারণে কারা তাকে হত্যা করেছে তা উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে রোশনির বোনের ছেলে হৃদয় নেশার টাকার জন্য তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় মামলার পর পিবিআই এর একটি টিম ঢাকা থেকে হৃদয়কে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় রোশনীকে হত্যার পর লুট করা গহণা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!