২৫ মার্চ গণহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে একটি কলঙ্কিত হত্যাযজ্ঞের দিন। ১৯৭১ সালের ২৫ র্মাচ রাতে পাকিস্তানের হানাদার বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর পৃথিবীর জঘন্য ও ঘৃণ্যতম হত্যাযজ্ঞ চালায়। পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়াবহ গণহত্যার নজির এটি। ২৫ মার্চ কাল রাতের পরে তথা ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন এবং তাঁর ডাকে নিরস্ত্র বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে স্বাধীনতার সংগ্রামে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় বহুল প্রতীক্ষিত মহান স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ২৫ মার্চ গণহত্যা দিবসে সকল শহীদদের বিন শ্রদ্ধায় স্মরণ করেছে খুলনা মহানগর আওয়ামী লীগ।
গণহত্যা দিবসে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ মার্চ দিবসের প্রথম প্রহরে ১২.০১ মিনিটে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা নেতৃত্বে গল্লামারী বধ্যভূমিতে পুষ্পার্ঘ অর্পন করে খুলনা মহানগর আওয়ামী লীগ।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মল্লিক আবিদ হোসেন কবির, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শেখ মো. জাহাঙ্গীর আলম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, কোষাধ্যক্ষ শেখ নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য এস এম আকিল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, মীর মো. লিটন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।