অভয়নগর উপজেলায় মৎস্য ব্যবসায়ী হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে পুলিশ শ্যামল মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি ওই এলাকার শৈলেন মন্ডলের ছেলে। শুক্রবার সকালে দামুখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। এদিকে হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার অফিসার ইনচার্জ মিলন কুমার মন্ডল বলেন, শুক্রবার ভোর রাতে মৎস্য ব্যবসায়ী সুব্রত মন্ডল হত্যাকান্ডে জড়িত থাকার সন্দেহে শ্যামল মন্ডলকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকান্ডের মোটিভ উদ্ধার হতে পারে বলে তিনি আরও জানান।
উল্লেখ্য, বুধবার সকাল ৮ টায় অভয়নগর উপজেলার দামুখালী গ্রামের ব্রজেন মন্ডলের চায়ের দোকানে চা খেতে গেলে সেখানে পূর্ব থেতে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা মৎস্য ব্যবসায়ী ও ফুলতলার রাকিবুল হত্যা মামলার আসামী সুব্রত মন্ডলকে (৪৫) মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত পিস্তলের তিনিটি গুলির খোসা ও ম্যাগজিন উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
খুলনা গেজেট/ এসজেড