খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত মিজানুর রহমান মিজান (২৬) কে আদালত কারাগারে প্রেরণ করেছেন। এর আগে পুলিশ তাকে নগরীর বাহাদুর লেন ভুতের গলি থেকে গ্রেপ্তার করে। সে উক্ত এলাকার মোঃ মহিউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, ৭ এপ্রিল ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক রূপসা ঘাট ও পিকচার প্যালেস মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সে সময় স্বাস্থ্যবিধি লংঘনের দায়ে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিকেও জরিমানা করা হয়। পরে খুলনা জেলা প্রশাসনের ফেসবুক পেইজ ‘মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালায়, খুলনা’তে প্রকাশ করা হয়। উক্ত পোষ্ট থেকে তথ্য ও ছবি সংগ্রহ করে ‘আমাদের খুলনা’ ফেসবুক গ্রুপে মোঃ সাব্বির হোসাইন নামক ফেসবুক আইডি থেকে ‘খুলনায় দোকানদার ভাইয়েরা দোকান খুলবেন তো জরিমানায় পড়বেন’ লিখে পোষ্ট করা হয়। উক্ত ফেসবুক পোষ্টে আসামি মিজানুর রহমান তার ফেসবুক একাউন্টে আপত্তিকর মন্তব্য করেন।
এ বিষয়টি খুলনা ডিসি অফিসের বেঞ্চ সহকারি অনুপ কুমার রায়ের দৃষ্টিগত হলে তিনি উর্ধ্বতন মহলে আলোচনা করে রবিবার (১৮ এপ্রিল) খুলনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। তিনি তার দায়ের করা মামলায় উল্লেখ করেন, “আসামি ইচ্ছাকৃতভাবে তার ফেসবুক আইডিতে আপত্তিকর মন্তব্য করে শ্রেণী শত্রুতা সৃষ্টির পাশাপাশি পারস্পরিক শত্রুতা, ঘৃণা সৃষ্টি করে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানের চেষ্টা করছে।”
মামলাটি তদন্ত করছেন খুলনা থানার এসআই মোঃ সাইদুর রহমান। তিনি জানান, মামলাটি তার ওপর তদন্তভার দেওয়ার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার সাথে আর কেউ জড়িত আছে কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
খুলনা গেজেট/এমএইচবি