খুলনায় কভার্ডভ্যানের চাপায় সংঘর্ষে দীপক (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে খানজাহান আলী থানাধীন বাদামতলা খুলনা-যশোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে বাদামতলা থেকে শিরোমনি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে পুলিশ কনস্টেবল দীপক। খুলনা-যশোর মহাসড়কে একটি কাভার্ডভ্যান দীপককে চাপা দেয়। মারাত্মকভাবে জখম অবস্থায় পুলিশ কনস্টেবল দীপককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত দীপকের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী বলে জানা যায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, কাভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবল দীপকের মৃত্যু হয়। তিনি শিরোমনি আরআরএফ এ পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় কাভার্ডভ্যান জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যায়।
খুলনা গেজেট/এমএইচবি/এমএম