খুলনা, বাংলাদেশ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগরতলায় সহকারী হাইকমিশনে হামলায় ৩ পুলিশ বরখাস্ত, গ্রেপ্তার ৭
  ভারতীয় সব বাংলা চ্যানেল সম্প্রচার বন্ধ চেয়ে করা রিটের শুনানি বুধবার

মেহেরপুরে ৪০০ কলাগাছ কেটে নির্বাচনী প্রতিশোধ!

গেজেট ডেস্ক

নির্বাচনী দ্বন্দ্বের জেরে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পরাজিত সদস্য প্রার্থী শরিফুল ইসলামের ১৮ কাঠা জমির কাঁধিসহ চারশ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তবে শরিফুল ইসলামের অভিযোগ, বিজয়ী সদস্য প্রার্থীর কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

ক্ষতিগ্রস্ত কলাবাগান মালিক শরিফুল ইসলাম বুড়িপোতা গ্রাম আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি তিনবারের নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন।

শরিফুল ইসলাম জানান, গ্রামের পাশেই নাপাকাটা মাঠে ১৮ কাঠা জমিতে কলার বাগান করেছিলেন। বর্তমানে ওই জমির চারশ কলাগাছে কাঁধি এসেছে। গতরাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কলাগাছগুলো কেটে দিয়েছে। মঙ্গলবার সকালে কৃষকরা মাঠে এসে জমির সব কলাগাছ কাটা দেখে আমাকে খবর দেয়। জমিতে গিয়ে দেখি বাগানের প্রায় সব গাছই মাঝামাঝি থেকে কেটে দিয়েছে। এতে আমার প্রায় দুইলাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, বুড়িপোতা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তিন বারের সদস্য আমি। এবারের তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে ফুটবল মার্কা প্রতীকে ৯৯৯ ভোট পেয়েছি। আমার প্রতিপক্ষ জাহাঙ্গীর আলম টিউবওয়েল মার্কা প্রতীকে ১৭১২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন। সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই জাহাঙ্গীর আলমের কর্মীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছিলেন। তারাই আমার কলাগাছ কেটেছে। আমি তাদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

বিজয়ী সদস্য জাহাঙ্গীর আলম বলেন, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতেই আমার কর্মীসমর্থকদের নাম জড়ানো হয়েছে। আমি স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান বলেন, বুড়িপোড়া এলাকায় কলা বাগান কেটে তছরুপের ঘটনা শুনে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জমির মালিকের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!