মেহেরপুর থেকে ১টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গ্রেপ্তারকৃত আসামীকে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আজ বুধবার ( ১০ নভেম্বর ) র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, মেহেরপুর জেলার গাংনী থানাধীন হিজলবাড়িয়া বাজার এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মেহেরপুর জেলার গাংনী থানাধীন হিজলবাড়িয়া সড়ক, মালসাদহ গ্রামস্থ ষ্টার ব্রিকস প্রোঃ মোঃ এনামুল হক এন্ড ব্রাদার্স এর সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মুকুল (৫৩), পিতা- মৃত নেক মোহাম্মদ, সাং- সাহারবাটি, থানা- গাংনী, জেলা-মেহেরপুরকে গ্রেপ্তার করে।
এ সময় গ্রেপ্তারকৃত আসামী মোঃ মুকুল (৫৩) এর হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি মোবাইল, ২টি সিম কার্ড এবং নগদ ছয় হাজার দুইশত নব্বই টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।