খুলনা, বাংলাদেশ | ২৫শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ

মেহেরপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে ৩ জনের প্রাণহানি

গেজেট ডেস্ক

মেহেরপুরে গাংনীতে ড্রাম ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের দুজনসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুকুরকান্দি এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার গাড়াডোব গ্রামের শাহিন (২৫), তার ফুপি আক্তার বানু ওরফে লাল বুড়ি (৪৫) ও মাইক্রোবাসচালক জামাল হোসেন (৪০)।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শাহিনের দাদি ফজিলা খাতুন ডায়রিয়ায় আক্রান্ত হলে প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাতে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল একটি মাইক্রোবাসে। পথে শুকুরকান্দি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসে থাকা ৮ জনই আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শাহিন, আক্তার বানু ও চালক জামাল মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!