খুলনা, বাংলাদেশ | ৭ পৌষ, ১৪৩১ | ২২ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে নিহত ১
  শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল

মেহেরপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান আটক

গেজেট ডেস্ক 

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এমএ খালেক এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম শফিকুল আলমকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে র‌্যাবের পৃথক টিম তাদের বাড়িতে অভিযান চালিয়ে আটক করে।

র‌্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ জানান, গোপন সূত্রে খবর পেয়ে তাদের বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলামকে বুধবার (৩০ অক্টোবর) দুপুরে ১৬১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমএ খালেক গা ঢাকা দিলেও একেএম শফিকুল আলম বাড়িতেই ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!