খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে কটুক্তির প্রতিবাদে রূপসায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

নিজস্ব প্রতি‌বেদক

ভারতে হযরত মুহাম্মাদ (সাঃ) এবং ইসলাম ধর্মকে নিয়ে ভারতীয় হিন্দু পুরোহিত ও বিজেপি নেতা কর্তৃক কটুক্তি এবং মুসলিমদের উপর হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বাদ আসর রূপসা উপজেলায় ‘দুর্ব্বার ইসলামিক সোসাইটি এন্ড রিসার্চ ইনস্টিটিউট (DISRI)’ এর আয়োজনে ) বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি
পূর্ব রূপসা দারুর সালাম মসজিদ থেকে শুরু করে রেল স্টেশন হয়ে বাজার প্রদক্ষিণ করে ব্যাংকের মোড় ঘুরে পূর্ব রূপসা ঘাট এলাকায় গিয়ে পথসভার মাধ্যেমে শেষ হয়।

দুর্ব্বার ইসলামিক সোসাইটি এন্ড রিসার্চ ইনস্টিটিউট-(DISRI) এর যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ অপূর্ব’র পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন, হাফেজ মুহাম্মাদ মুসা, হাফেজ মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, বাগমারা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, শেখ ইলিয়াস হোসেন হারা, দুর্ব্বার ইসলামিক সোসাইটি এন্ড রিসার্স ইনস্টিটিউট এর আরেক যুগ্ম আহবায়ক মুরশিদুর রহমান তাসিম, সাব্বির হোসেন মিরাজ, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, ইসরাইল শেখ, ইব্রাহিম মিঠুন, মো. হায়দার আলী, আব্দুল্লাহ আল-মামুন, মো. মোরশেদ, আশিকুর রহমান অপু, আব্দুল কাদের নোমান, জুনায়েদ আহমেদ, মো. নজরুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে রাসূল (সাঃ) কে নিয়ে কটুক্তি করেন ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে। তাদের বিরুদ্ধে থানায় অসংখ্য মামলা হলেও এখনো রাজ্য সরকার তাদেরকে গ্রেপ্তার না করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বক্তরা আরো বলেন, ভারতের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ আমাদের প্রাণপ্রিয় মহানবী হযরত মহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে সঠিক বিচারের জোর দাবি জানাচ্ছি।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!