দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৯ ব্যাচের মিলনমেলা আজ শনিবার (৮ জানুয়ারি) আড়ংঘাটা বাইপাস শরাফতের বাগানবাড়িতে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ মিলনমেলায় ৮৯ ব্যাচের ৬০ জন সদস্য অংশ নেয়। নানা আয়োজন ও স্কুল জীবনের নানান স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত মিলনমেলাটিতে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
মিলন মেলায় ৮৯ ব্যাচের উপস্থিত ছিলেন মোঃ শরাফাত হোসেন, কল্লোল, হাসিব শেখ মিঠু, ফেরদৌস চাকলাদার, জামিল হোসেন, হাসান বাবু, মোঃ বদরুল আলম পল্টু, মোঃ সরোয়ার, জেমস টমাস, মোঃ রনি, মেম্বার প্রিন্স, সাইমন শামীম, আবুল কালাম আজাদ, আরিফ হোসেন, মাহাবুব আলম, শাহারিয়ার শিপু, ইফতেখার অপু, পুলিশ সুপার (আনসার ব্যাটালিয়ান) ঢাকা মীর শাহাদাৎ হোসেন বাচ্চু, পুলিশ সুপার ( আনসার ব্যাটলিয়ান) খুলনা মোস্তফা মামুন, মোঃ আশীক রহমান, শাহাবুদ্দিন হিরণ, মোঃ সেলিম, মোঃ রাকিব, মোঃ রিসালাত, মোঃ বিরাজ, মোঃ জসিম, মোঃ লিকু, মোঃ মাসুদ, মোঃ লিটন, হাজী সেলিম, আবু নাসের বিশেষায়িত হাসপাতালের নিউরোলোজিস্ট ডাঃ মুফতি মাহামুদ, ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ আলী প্রমুখ।
খুলনা গেজেট/ এস আই