বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভির কর্তৃক মুক্তিযোদ্ধা সন্তান, মেধাবী শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে খুলনা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
খুলনা প্রেসক্লাবের সামনে শুক্রবার সাড়ে ১১ টায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে খুলনা মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ছাড়াও খুলনার বিশিষ্ট বীরমুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন। এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।
মুনিয়া হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে আলটিমেটাম দেন বক্তারা। এতে প্রশাসন ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। খুলনা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব মাশফিক মেহেদী অনুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ ইসমাইল, শেখ আমিরুল ইসলাম, গোলাম মোস্তফা, শামসুর রহমান, শেখ জয়নাল আবেদীন, খায়রুল আলম, ফারুক হোসেন বাচ্চু, মোশারেফ হোসেন, মো. সালাউদ্দিন হাবিব, মো. আনোয়ার খা, মো. মুস্তাফিজুর রহমান, সাহেব আলী মোল্লা, আব্দুল মন্ডল, আবুল কালাম আজাদ, শেখ সিরাজুল ইসলাম, রমেশচন্দ্র সেন, কে এস ফারুক হাবিব মুক্তিযোদ্ধা সন্তান পরিষদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ইলিয়াছ হোসেন লাবু, মো. শহীদুল হাসান, মো. আমিরুল ইসলাম বাবু, রাজিব ইমতিয়াজ পরাগ, এস এম শাহরিয়ার সুমন, জেসমিন পারভিন জলি, নুসরাত জাহান বেবী, তানভির মেহেদী, মুন্সি জাকির, আব্দুল আলিম লাবু, তাওহিদুর রহমান, এস এম আলী হাসান সালাম, উম্মেদুল ইসলাম সিলভী, হাবিবুর রহমান সহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/এমএইচবি