যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এয়ার আলী মোল্যা (৭০) শনিবার দুপুর ১টায় অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর খানাবাড়ী ঈদগাহে খুলনা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তকী ফয়সালের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্য মরদেহে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সম্মাননা এবং খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। মাগরিব বাদ একই স্থানে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহম্মদ, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স ম রেজওয়ান আলী, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, মুক্তিযোদ্ধা মোল্যা মুজিবর রহমান, মুক্তিযোদ্ধা আলেক শেখ, মুক্তিযোদ্ধা, স ম বাবর আলী, ইঞ্জিল কাজী, গভঃ ল্যাবরেটরী হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক কবির আলম, খানাবাড়ী যুব সংঘ ক্লাব ও লাইব্রেরীর সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান লিটন, আ’লীগ নেতা সুরুজ্জামান হানিফ, নুরুল ইসলাম ঢালী, মেম্বর আরিফ হোসেন, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, গোলাম রসুল, খায়রুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর কবির খোকন, আলামিনসহ স্থানীয় গণ্যমান্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
খুলনা গেজেট/এনএম