দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ইলেট্রনিক পদ্ধতিতে প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। সূচনা বক্তব্যের পর প্রধানমন্ত্রী দেশের ৫টি উপজেলার সঙ্গে যুক্ত হন।
গাজীপুরের কালিয়াকৈর ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার পর সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পাইকগাছা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের সাথে যুক্ত হন। উপজেলা নির্বাহী এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। মুক্তিযোদ্ধাদের জয়বাংলা স্লোগানে নেতৃত্ব দেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আক্তারুজ্জামান বাবু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন (এনডিসি), রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন (পিএএ), জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ (বিপিএম), উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ুন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আলহাজ্ব আবুল কালাম আজাদ, জেলা পরিষদ শেখ কামরুল হাসান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, ওসি এজাজ শফি, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আবু জাফর সিদ্দিকী রাজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, মুুক্তিযোদ্ধা শহিদ, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রনজিৎ সরদার, জামিরুল ইসলাম, জামাল হোসেন, কাজী তোকারাম হোসেন টুকু, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, আওয়ামী লীগ নেতা সমিরণ সাধু, সোনালী ব্যাংক খুলনাঞ্চলের জেনারেল ম্যানেজার মোঃ রেজাউল করিম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ ইকবাল কবির, এফএম মনিরুজ্জামান, ব্যবস্থাপক আরিফ উদ্দিন, সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, এম মোসলেম উদ্দীন আহমেদ, আব্দুল আজিজ ও আব্দুর রাজ্জাক রাজু।সূত্র : প্রেস রিলিজ।
খুলনা গেজেট/কেএম