খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী মুক্তিযোদ্ধাদের উদ্দেশে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রাখার জন্য আপনাদের (মুক্তিযোদ্ধাদের) নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ হয়ে থাকবে। আপনাদের অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আপনারাই ছিলেন স্বাধীনতার মূল চালিকাশক্তি। আর স্বাধীনতার মূল নেতৃত্ব দিয়েছেন মহা বিজয়ের মহানায়ক, বাঙ্গালীর হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, বাংলার রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু সব সময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাইতো তিনি দেশ স্বাধীনের পর পরই দেশের অর্থনৈতিকে গঠনে মনোনিবেশ করেন এবং সারা বিশ্ব ভ্রমণ করে বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি আদায় করেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল।
সালাম মূর্শেদী শনিবার(২৬ মার্চ) দুপুরে দিঘলিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথীর বক্তৃতায় এ সব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোল্যা আকরাম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিসার ডাঃ মোঃ মাহবুবুল আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আব্দুস সামাদ, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী, দিঘলিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ হায়দার আলী, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, সেনহাটী ইউপি চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ কামরুজ্জামান বাচ্চু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি গোলাম রহমান প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসন এর আগে সকাল ৮ টায় ৭১’ এর শহীদদের স্মৃতির উদ্দেশে উপজেলা সদরে অবস্থিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক করা হয়। এরপর দেয়াড়া গণকবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলাধীন অন্যন্য শিক্ষা প্রতিষ্ঠানও বিভিন্ন কর্মসূচীর আয়োজন করে।
খুলনা গেজেট/ এস আই