২৬ বছর বয়সী মার্কিন তরুণী ইয়েসিনিয়া লাতোরে এখন পর্যন্ত তিনটি সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে দুই সন্তান তার নিজের, অন্যটি আরেক দম্পতির। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বাসিন্দা ২৬ বছর বয়সী ইয়েসিনিয়া বলেছেন, যে মেয়েরা স্বাভাবিকভাবে মা হতে পারেন না, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা।
মূলত অল্প বয়সী তরুণীরাই সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়ে থাকেন।সাধারণ এক বা দুবারের বেশি কেউ এই কাজ করতে পারেন না। কিন্তু এখানেই ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছেন লাতোরে। তিনবার সারোগেসির পর ফের গর্ভ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। স্বাভাবিক প্রক্রিয়ায় যদি কোনো মহিলা সন্তানের জন্ম দিতে অক্ষম হন, তখনই সারোগেসির সাহায্য নেওয়া হয়।
এরপর নির্ধারিত সময়ে অন্যের সন্তানের জন্ম দেন ওই মহিলা। চিকিৎসার পরিভাষায় একেই বলা হয় সারোগেসি।
২০১৭ সালে প্রথম সন্তানের জন্ম দেন লাতোরে। এর পর থেকেই সন্তান জন্ম দেওয়াটা একটা নেশায় পরিণত হয় তার।
২০১৮ সালে গর্ভপাতের শিকার হন তিনি। তখন দারুণ মানসিক অবসাদে ভুগছিলেন লাতোরে। ঠিক পরের বছর ২০১৯ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি। এর পর থেকেই সারোগেট মা হওয়া শুরু করেন লাতোরে। এর জন্য অবশ্য মোটা অঙ্কের টাকা নিয়ে থাকেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গর্ভভাড়া বাবদ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৪৩ লাখ ৪০ হাজার টাকা) ফি নিয়ে থাকেন ইয়েসিনিয়া। তবে এই কাজ শুধু যে টাকার জন্য করছেন না তা স্পষ্ট করেছেন ওই মার্কিন তরুণী। লাতোরে বলেন, ‘দম্পতিরা জানেন সারোগেসি মানে শুধুই অর্থ উপার্জন নয়। এটা আপনাকে সন্তানের সুখ দেবে। পারিবারিক জীবনেও আনবে বদল। তাই যা করেছি তার জন্য আমি গর্বিত। কিছু মানুষের মুখে হাসি ফোটানোর উদ্দেশ্য নিয়েই এই কাজ করছি এবং করেও যাব।’
খুলনা গেজেট/ টিএ