খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

মাহমুদউল্লাহ-মিরাজদের ডিপিএল শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেট পাড়ায় উৎসাহের কমতি নেই। বছরখানেক আগে সাকিব আল হাসান বিপিএলের অব্যবস্থাপনার তুলনা দিতে গিয়ে বলেছিলেন, বিপিএলের চেয়েও কিছুক্ষেত্রে ডিপিএলের আয়োজন ভালো। ঢাকার এই ঘরোয়া ক্রিকেট খেলতেই এককালে বাংলাদেশে এসেছিলেন ওয়াসিম আকরাম, সনাৎ জয়সুরিয়াদের মতো তারকারা।

সেই ডিপিএলের আসর শুরু হয়েছে গতকাল। গতকাল নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল শেখ জামাল এবং তামিম ইকবালের প্রাইম ব্যাংক। যদিও তামিম মাঠে থাকলেও, এদিন খেলেননি সাকিব। আর আজ ডিপিএলে নিজেদের মিশন শুরু করবে মাহমুদউল্লাহ রিয়াদ এবং মেহেদি হাসান মিরাজের মোহামেডান। আজ সকাল ৯টায় সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মোহামেডানের মৌসুম।

গত মৌসুমে মোহামেডানে ছিলেন সাকিব। এবার তাকে ছেড়ে দিয়েছে মতিঝিলের ক্লাবটি। সাকিবের ঠিকানা এখন শেখ জামাল ধানমণ্ডি। মোহামেডানে চলতি মৌসুমে তারকার ছড়াছড়ি নেই সেই অর্থে। মাহমুদউল্লাহ ও মিরাজকেই বলা যেতে পারে বড় তারকা। এদুজনকেও আবার মৌসুমের প্রথম দিকে পাওয়া যাবে না শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের কারণে।

ব্যস্ত থাকলেও নিজেদের ক্লাবের জন্য ঠিকই বার্তা পাঠিয়েছেন দুই তারকা। চট্টগ্রাম থেকে ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন শুভকামনা। গতকাল জার্সি উন্মোচনের সময়েও এই দুজনের জন্য জায়গা ছেড়েই দাঁড়িয়েছিলেন মোহামেডানের বাকি খেলোয়াড়রা।

চট্টগ্রাম থেকে ভিডিও বার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘খুবই আশাবাদী। আমার মনে হয়, আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমি আশা করি, আমরা যদি শর্ট টার্ম গোলগুলো অ্যাচিভ করতে পারি, ইনশাআল্লাহ, যেটা আমাদের লং টার্ম গোল, সবাই জানে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তবে তার আগে আমাদের নিশ্চিত করতে হবে, আমরা আমাদের শর্ট টার্ম গোলগুলো যেন অ্যাচিভ করতে পারি।’

নিজের ভূমিকা নিয়েও সচেতন অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘আমার ভূমিকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ দলের জন্য এবং আমি আশাবাদী যখন আমি মোহামেডান শিবিরে যোগ দেব, আমি আশা করি ভূমিকা রাখব।’

স্কোয়াডে তারকা না থাকলেও আশাবাদী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ‘প্রত্যেকটা জায়গায় ভালো ভালো খেলোয়াড় আছে। আমি আছি, রিয়াদ ভাই আছেন, ইমরুল ভাই আছেন, রনি তালুকদার, নাসুম, নাঈম হাসান আছেন। সব মিলিয়ে আমাদের টিমটা খুবই ভালো হয়েছে। আশা করি, আমরা এবার খুবই ভালো ক্রিকেট খেলব।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে মোহামেডানে যোগ দেবেন মাহমুদউল্লাহ। আর মিরাজ যোগ দেবেন টেস্ট সিরিজ শেষে। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন ইমরুল কায়েস।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!