দাকোপ উপজেলা সদর চালনা পৌরসভায় মাস্ক ব্যবহার না করায় পৃথক পৃথক অভিযানে ১৩ জন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার বিভিন্ন স্থানে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস এবং উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ মর্তুজা খান।
এ সময় স্থানীয় জনসাধারণের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন থানা পুলিশের সদস্য বৃন্দ এবং ভূমি অফিসের সার্ভেয়ার মিরাজ হোসেন ও উপজেলা নির্বাহী অফিসের নাজির বিকাশ বর্মন প্রমুখ।
খুলনা গেজেট/এমএইচবি