করোনার সংক্রমণ বৃদ্ধি পেলেও খুলনায় মানুষের মাঝে স্বাস্থ্যবিধি মানতে অনীহা রয়েছে। আর স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য আবারও মাঠে নেমেছে খুলনা জেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ মার্চ) দিনব্যাপি খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে প্রশাসনের পক্ষ থেকে প্রচারণামূলক অভিযান পরিচালনা করা হয়েছে। সেই সঙ্গে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়। এছাড়া দুস্থ অসহায় মানুষকে মাস্ক বিতরণ করা হয়।
জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ মার্চ) খুলনা মহানগরীর শিববাড়ী মোড় এবং সোনাডাঙ্গা কাঁচাবাজার এলাকার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়। এ সময় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ অসহায় মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপা রানী সরকার এবং মোঃ তাহমিদুল ইসলাম।
এছাড়া আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধিসহ অস্থিতিশীলতা প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে যথাযথ আইনের সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যগণ। করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
খুলনা গেজেট/এমএম