খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, মার্চ মাস আমাদের গৌরবের, অহংকারের এবং গর্বের মাস। এ মাসেই আমাদের মহান নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাংলার রাখাল রাজা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ছিলো লক্ষ লক্ষ মুক্তিকামী বাঙ্গালীর প্রেরণার উৎস। তিনি যুবলীগের কর্মীদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে যুবলীগকে সংগঠিত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহবান
আব্দুস সালাম মূর্শেদী আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে দিঘলিয়া উপজেলা অডিটোরিয়ামে দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সন্মেলনে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। সন্মেলন উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা যুবলীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, খুলনা জেলা আ’লীগের সদস্য জামিল খান, ফারহানা হালিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোল্যা ফিরোজ হোসেন, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি শেখ আনছার আলী, সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল জলিল তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম।
সন্মেলনের দ্বিতীয় পর্বে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী ১৬ জনের বায়োডাটা পর্যালোচনা করে নেতৃবৃন্দ আগামী তিন বছরের জন্য সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ জামিল মোর্শেদ মাসুম কে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা খান তৌহিদ রহমান রনি কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
খুলনা গেজেট/কেএ