আন্তর্জাতিক নদীকৃত্য (নদী রক্ষায় করণীয়) দিবস উপলক্ষে সারা দেশের ন্যায় খুলনাতেও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখার উদ্যোগে ময়ুর নদীর পাড়ে এক মানববন্ধন ও সমাবেশ আজ বিকেল ৫টায় অনুষ্ঠিত হয়।
‘নদীকে নদীর মত বইতে দাও’ এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা জেলা সমন্বয়কারী অ্যাড. মোঃ বাবুল হাওলাদার।
অন্যান্যের মধ্যে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, বাপা খুলনা’র সদস্য যথাক্রমে সিডিপি খুলনা’র সমন্বয়কারী এস এম ইকবাল হোসেন বিপ্লব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, ইউনাইটেড সোস্যাল ডেভেলপমেন্ট সোসাইটি (ইউএসডিএস)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম দেলোয়ার হোসেন, সিদ্দিকীয়া মহল্লা সমাজকল্যাণ পরিষদের সদস্য মোঃ হেদায়েতুল ইসলাম হেদু, খুলনা নাগরিক আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ক্বারী মাহদি হাসান কাওসারী, নতুনতারা আন্তর্জাতিক সাহিত্য সংস্থার প্রতিষ্ঠাতা কবি সাইফর মিনা, মহাসচিব কবি সাংবাদিক আবু আসলাম বাবু, কেএইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খ ম শাহীন হোসেন, ওয়াহিদুজ্জামান হান্নান, মোঃ আসলাম হোসেন, ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, মোঃ এমদাদুল সিকদার, মোঃ শওকাত হোসেন, মোঃ মোকলেসুর রহমান, মোঃ আলতাফ কাজী, মিসেস পাখি বেগম, কাজী শহিদুল ইসলাম, মোঃ রুস্তম আলী, মোঃ মাহমুদ শেখ, হাফেজ মোঃ বায়জিদ প্রমুখ।
এ সময়ে বক্তারা বলেন, নদীকে কেন্দ্র করেই সারা পৃথিবীতে মানব সভ্যতা গড়ে উঠেছে। কৃষি বিপ্লবের মাধ্যমে মানুষের যে জয়যাত্রা শুরু হয়েছে তার কেন্দ্র ছিল নদী। বাংলাদেশ নদী মাতৃক দেশ, নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এ অঞ্চলের মানুষের বসবাস। পরিবেশ প্রতিবেশের অবিচ্ছেদ্য অংশ নদী মানুষের জীবনযাপনের জন্য অপরিহার্য। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে মানুষের জীবন হুমকির মধ্যে পড়বে, মরুভূমিতে পরিণত হবে দেশ। সুতরাং নদী রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা বলেন মানুষের জীবন-জীবিকার স্বার্থেই নদী সংরক্ষণ করতে হবে।
খুলনা গেজেট/ টি আই