১০ম ওভারের তৃতীয় বলে মাদুস্কাকে তুলে নিলেন বাঁহাতি স্পিনার তানভীর। ইনসাইড আউট খেলতে গিয়ে ব্যাটে ঠিকমতো পাননি। তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়েছেন পয়েন্টে। ২৫ বলে ১৭ রানে ফিরলেন মাদুস্কা। এর মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে তাদের ৪৫ বলে ৬৯ রানের জুটি ভাঙল।
এর আগে ব্যাট হাতে অবদান রাখার পর বোলিংয়েও শুরুতেই জাদু দেখিয়েছেন সাকিব। দ্বিতীয় ওভারেই শ্রীলঙ্কার ইন-ফর্ম অপেনার পাতুম নিসাঙ্কার উইকেট তুলে নিয়েছেন তিনি।
তার বল ঠিকঠাক মোকাবিলা করতে না পেরে লেগ বিফোরের ফাঁদে পড়েন ৮ বলে ৫ রান করা নিসাঙ্কা।
তবে শুরুতেই হোঁচট খেলেও সে ধাক্কা দ্রুতই কাটিয়ে নেওয়ার চেষ্টা করছে শ্রীলঙ্কা। অন্য ওপেনার নিশান মাদুশকা এবং তিনে নামা কুশল মেন্ডিস মিলে দ্রুত রান তুলছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১১ ওভারে ২ উইকেটে ৮০ রান। জয়ের জন্য তাদের প্রয়োজন আরও ১৬৯ রান, বাংলাদেশের চাই ৮ উইকেট।
খুলনা গেজেট/এসএস