খুলনা, বাংলাদেশ | ১৩ পৌষ, ১৪৩১ | ২৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে : আসিফ নজরুল
  সচিবালয়ের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত : প্রেস উইং
  কুড়িগ্রামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, যুবদল নেতা নিহত

মাদকের হাত থেকে বাঁচতে খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন

বেনাপোল প্রতিনিধি

যশোরের বেনাপোল পোর্ট থানার বড় আচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকাবাসী।

আজ শনিবার (৬ জুলাই) বেলা ১১ টার সময় বেনাপোল- যশোর মহাসড়কের বেনাপোল চেকপোস্ট এলাকায় এ কর্মসূচি পালন করেন তাঁরা। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজন পৃথক পৃথক মিছিল নিয়ে চেকপোস্ট এলাকায় জড়ো হন। এ সময় তাঁরা ‘আমাদের মাঠ ফিরিয়ে দাও’, ‘রক্ত দেব মাঠ দেব না’, ‘মাদকমুক্ত সমাজ চাই, সে জন্য মাঠ চাই’, ‘এই মাঠ ছাড়ব না, প্রতিভা বিকাশে মাঠ চাই’ লেখাসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দেন। বিকল্প খেলার মাঠ দেয়ার প্রস্তাবে বিদ্যালয় কর্তপক্ষ ও এলাকাবাসীর সাথে সমঝোতায় এ মাঠটি ২০১১ সালে বেনাপোল স্থল বন্দর কতৃপক্ষ অধিকার করেন। এ ব্যাপারে একাধিকবার যশোরের জেলা প্রশাসকের মৌখিকভাবে এবং আবেদন করেও আজ পর্যন্ত বিদ্যালয়কে দেয়া হয়নি খেলার মাঠটি।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে কোনো খেলার মাঠ না থাকায় খেলাধুলা করতে পারছি না। বন্ধ রয়েছে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সরকারের কাছে দাবি অবিলম্বে খেলার মাঠ ফেরত দেয়া হোক। মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে বেনাপোল পৌরসভার সাদিপুর ওয়ার্ডের কমিশনার সুলতান আহমেদ বাবু ও বড় আঁচড়া ওয়ার্ডের কমিশনার কামাল হোসেনসহ কয়েক হাজার মানুষ এ মানববন্ধনে অংশ গ্রহন করেন।

অভিভাবকদের দাবি যত তাড়াতাড়ি সম্ভব খেলার মাঠটি উঠতি বয়সের কোমলমতি শিক্ষার্থীদের ফিরিয়ে দিয়ে তাদের সুষ্ঠু পরিবেশ ও মাদকের করালে গ্রাস থেকে রক্ষা মুক্ত করুন।

বেনাপোল বড় আঁচড়া ৯ নম্বর ওয়ার্ডের কমিশনার কামাল হোসেন বলেন, বিগত ১৩ বছর আগে বন্দরের সার্থে এবং ভিন্নস্থানে খেলার মাঠ তৈরী করে দেওয়ার শর্তে বেনাপোল বড় আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি সরকার অধিগ্রহণ করেন। দীর্ঘ সময় পার হয়ে গেলেও স্কুল এবং এলাকাবাসী খেলার মাঠটি ফিরে পায়নি। এজন্য জেলার অভিভাবক জেলা প্রশাসকের কাছে আবেদন জানাচ্ছি এলাকাবাসী এবং কোমলমতি শিক্ষার্থীদের মাদকের হাত রক্ষা করতে জরুরীভাবে খেলার মাঠটির সু-ব্যবস্থা করুন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!