খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল

খুলনায় মাত্র ৩ কার্যদিবসে মাদক মামলার রায়, সম্রাটের ১ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মাত্র ৩ কার্যদিবসে মাদক মামলার একমাত্র আসামি সম্রাটের ১ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) ১১ টায় এ মামলার রায় ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. মো. আতিকুস সামাদ।

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সম্রাট (২৬) নগরীর রূপসা ব্রীজের নিচে মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী জালাল হোসেন নথীর বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসীর সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা সম্রাটকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৩।

চলতি বছরের ১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি সাহারা ইরানী পিয়া। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সরদার ইয়াছির আরাফাত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাহারা ইরানী পিয়া বলেন, ‘খুলনা বা দেশে তিন কার্যদিবসে মামলার রায় এই প্রথম। এর আগে ২১ অক্টোবর অভিযোগ গঠন করা হয়, ২২ অক্টোবর ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং ২৫ অক্টোবর বাদী-বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনে আজই রায় ঘোষণা করা হয়।’

মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সরদার ইয়াসির আরাফাত। তিনি বলেন, ‘দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ায় আসামি ন্যায়বিচার পেয়েছে। তবে সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!