জেলা ফুটবল এসোসিয়েশন খুলনা আয়োজিত বঙ্গবন্ধু সিনিয়র ডিভিশন ফুটবল লীগে মাঠে অখেলোয়াড় সুলভ আচরণের অভিযোগে দু’টি ক্লাব ও দু’জন কোচকে দন্ড দেয়া হয়েছে। এছাড়া অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর দায়ে একটি ক্লাবের ৩ পয়েন্ট কর্তন করা হয়েছে সোমবার (১ আগস্ট) জেলা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভায় গত ২৯ জুলাই উল্কা ক্লাব বনাম ডুমুরিয়া তরুণ সংঘের ম্যাচটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। এ খেলা চলাকালীন সময়ে উল্কা ক্লাবের কোচ আশিকুল ইসলাম জুয়েল মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে তর্কে জড়ায়। ৩১ জুলাই এসবিআলী ফুটবল একাডেমি ও ডুমুরিয়া তরুন সংঘের মধ্যেকার ম্যাচটি ১-১ গোলে অমিমাংসীত ভাবে শেষ হয়। এ খেলা চলাকালীন সময়ে ডুমুরিয়া তরুন সংঘের কোচ খান তারা অখেলোয়াড় সুলভ আচরণ করে। এ দু’টি ঘটনায় উল্কা ক্লাবের কোচ আশিকুল ইসলাম জুয়েল এবং ডুমুরিয়া তরুন সংঘের কোচ খান তারাকে ৩ ম্যাচের জন্য স্টেডিয়াম চত্বরে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে এবং ক্লাব দু’টিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া ৩০ জুলাই সাবেক খেলোয়াড় সংঘ মৌসুমি একাদশকে ১-০ গোলে হারিয়ে দেয়। এ খেলায় সাবেক খেলোয়াড় সংঘ অবৈধ খেলোয়াড় মাঠে নামানোর অপরাধে খেলোয়াড় সংঘের ৩ পয়েন্ট কর্তন করা হয়েছে।
খুলনা গেজেট/ টি আই