খুলনা, বাংলাদেশ | ৫ মাঘ, ১৪৩১ | ১৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি ৯ ফেব্রুয়ারি

মহামারী মোকাবেলায় আপনাদের পাশে থেকে আমরা কাজ করছি : সেখ জুয়েল

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীতে শুধু আমাদের দেশ নয়, পুরো পৃথিবীকে স্থবির করে দিয়েছে। মহামারী মোকাবেলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস লড়াই করছেন। আপনারাও যার যার স্থান থেকে লড়াই করছেন। আপনাদের এই লড়াইয়ে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমার দলের নেতা কর্মীরা ও আমার পরিবারের সদস্যসরা যার যার স্থান থেকে সর্বোচ্চ মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। আমরা নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছি। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করেছি, অক্সিজেন সেবা চালু করেছি। আমাদের নেতা কর্মীরা নিরলস ভাবে ২৪ ঘন্টা আপনাদের সেবা দিয়ে যাচ্ছে। মহামারী মোকাবেলার এই লড়াইয়ে আপনাদের পাশে থেকেই আমরা কাজ করছি। সোমবার বেলা ১১টা ও ১২টায় নগরীর হাদিস পার্ক ও নিউ মার্কেটস্থ বায়তুন নূর মসজিদের সামনে ত্রাণ বিতরণ কার্যক্রমে এই কথা বলেন বঙ্গবন্ধরু ভ্রাতুষ্পুত্র ও খুলনা-০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, মুক্তিযোদ্ধা আলমগীর কবীর, মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, কাউন্সিলর আলী আকবর টিপু, ফারুক হাসান হিটলু, হাফেজ মোঃ শামীম, এ্যাডঃ সরদার আনিসুর রহমান পপলু, এ্যাডঃ সাইফুল ইসলাম, কাউন্সিলর চৌধুরী হাসান ময়না, তসলিম আহমেদ আশা, সিদ্দিকুর রহমান বুলু বিশ^াস, কাউন্সিলর হাফিজুর রহমান হাফিজ, মনিরুজ্জামান সাগর, মিনহাজ¦ উজ্জামান সজল ফয়েজুল ইসলাম টিটো, কণিকা সাহা, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন, নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাসেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এরপর সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি নগরীর ডায়বেটিস হাসপাতালে প্রাঙ্গনে বৃক্ষ রোপন করেন, সোনাডাঙ্গার সবজুবাগ জামে মসজিদ কমপ্লেক্স এর নির্মাণ কাজের উদ্বোধন করেন, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল মাদরাসার উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!