শিরোমনি শিল্প এলাকার বন্ধকৃত মহসেন জুট মিল শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকাল ৫ টায় গাফফারফুড মোড় থেকে শুরু হয়ে মিলগেটে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে মিছিল শেষ হয় ।
শ্রমিক নেতা কাজী আমির মুন্সির সভাপতিত্বে মোঃ সাইফুল্লাহ তারেকের পরিচালনায় পথসভায় বক্তৃতা করেন বেসরকারী পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশন এর সাধারন সম্পাদক গোলাম রসুল খান, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দিন, মোঃ মোঃ বাবুল শেখ, আবু তালেব, মোঃ সোহরাব, মোঃ বাবুল, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ বলেন শ্রমিকের পিঠ দেয়ালে ঠেকে গেছে , অতিদ্রুত, জেলা প্রশাসক ও শ্রম পরিচালক এর মাধ্যমে শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যাপারে পদক্ষেপ গ্রহন না করা না হলে কঠিন থেকে কঠিনতর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
খুলনা গেজেট/ এস আই