খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  এখনও খোঁজ মেলেনি ইরানের প্রেসিডেন্টের, দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান

মহসেন জুট মিলের পাওনা টাকা পরিশোধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নগরীর শিরোমণি এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক-কর্মচারীদের পিএফ, গ্রাচুইটিসহ চুড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মিলের শ্রমিক ও মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন।
মানববন্ধন পরিচালনা করেন ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাইফুল্লাহ তারেক। বক্তৃতা করেন মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক খান গোলাম রসুল , মোড়ল আব্দুর রহমান, কাগজী ইব্রাহিম, ইঞ্জিল কাজী, ডাঃ ফরিদ হোসেন, ক্বারী আছহাব উদ্দিন, আইন উদ্দিন,সাহেব আলী, মোঃ হাসেম আলী, আমির মুন্সি প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, ছাঁটাইয়ের ৭ বছর অতিবাহিত হলেও অদ্যবধি শ্রমিক কর্মচারীদের যাবতীয় পাওনাদি পরিশোধ করা হয়নি। অনতিবিলম্বে মালিকপক্ষ শ্রমিকদের পাওনার ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে আগামী শুক্রবার বিকাল ৪টায় মিলের শ্রমিক কলোনীতে শ্রমিক জনসভার মাধ্যমে আন্দোলনের কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।

খুলনা গেজেট / এনআইআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!