খুলনার আলোচিত মশিয়ালী গ্রামের ট্রিপল মার্ডার মামলাটি দ্রত বিচার আইনে নিষ্পত্তি, মামলার বাদিসহ গ্রামবাসীর বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদ এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গ্রামের মানুষ।
বৃহস্পতিবার সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মশিয়ালী সন্ত্রাস নির্মুল কমিটি ও গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মশিয়ালী গ্রামের আফসার শেখ, মকবুল শেখ, আলতাব শেখ, মামলার বাদি শাহিদুল ইসলাম, হাফেজ মাসুম বিল্লাহ, রেজাউল শেখ, বাবুল শেখ, ওলিয়ার শেখ প্রমুখ।
বক্তারা বলেন, ২০২০ সালের ১৬ জুলাই রাতে মশিয়ালী গ্রামে নিরীহ গ্রামবাসীর উপর গুলি চালিয়ে কলেজ ছাত্র সাইফুল ইসলামসহ ৩ জনকে হত্যা করা হয়। এই হামলার নেতৃত্বে ছিলো বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা শেখ জাকারিয়া, জাফরিন, মিলটন ও তাদের বাহিনী। এ ঘটনায় ১৮ জুলাই রাতে নিহত সাইফুলের বাবা বাদি হয়ে ওই তিন জনসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তার করে। গত বছর আসামিরা জামিনে জেল থেকে বের হন। এরপর থেকে আসামিরা একের পর এক মিথ্যা মামলা দিয়ে ট্রিপল মার্ডার মামলার ক্ষতিগ্রস্ত পরিবারসহ গ্রামের মানুষদের হয়রানি করছে।
বক্তারা বলেন, গত ২৫ ডিসেম্বর মামলার আসামিরা বাদির বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় পুনরায় মামলা হলে পুলিশ আসামি শেখ জাকারিয়াকে গেপ্তার করে। এতে অন্য আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যে কোনো সময় তারা গ্রামের মানুষের বড় ধরনের ক্ষতি করতে পারে। বক্তারা মামলাটি দ্রুত বিচার আইনে নিষ্পত্তি এবং মশিয়ালী গ্রামের মানুষ যাতে নতুন করে হয়রানির শিকার না হন, সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।