ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহারের ২০০ কার্টুন ভর্তি ১ হাজার কেজি হাঁড়িভাঙা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২০ জুন) দুপুরে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে উপহারের আম পাঠানো হলো। সমস্ত কার্যক্রম সম্পাদন করেন বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম সেই উপহারের আম গ্রহন করে মমতার বাসভবনে পৌঁছে দিবেন।
এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমস ডিসি তানভীর আহমেদ, নাভারন সার্কেল এ এসপি জুয়েল ইমরান সহ আরও অনেকে।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতীয় পুলিশের ডিআইজি সুকেশ জেল, ভারতে নিযুক্ত থার্ড সেক্রেটারি শেখ মারেফাত তরিকুল ইসলাম, প্রটোকল অ্যাসিস্ট্যান্ট মি.আজিজুল আলম ও মি. এসকে ইমাদ।
গত বছরও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ ও বাংলাদেশের লাগোয়া ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও আম উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই উপহার সব মহলেই দারুণ সমাদৃত হয়েছিল।
ইতোমধ্যে রংপুরের ওই আম ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এবারের গ্রীষ্মে আমের ভরা মৌসুমে বাংলাদেশ যে আমগুলোকে বিদেশে রফতানির জন্য বেছে নিয়েছে তার অন্যতম রংপুরের হাঁড়িভাঙা।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা শেখ এনাম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ২০০ কার্টুন আম ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহার পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।