প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও আগামী ৭ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহের কমতি নেই। ইতিমধ্যে দলীয় প্রার্থী হতে ৩০০ সংসদীয় আসনে গত ৪ দিনে মনোনয়ন ফরম ক্রয় করেছেন ৩৩৬২ জন।
খুলনার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ১টি হলো খুলনা-৪ আসন। রূপসা, তেরখাদা, এবং দিঘলিয়া উপজেলার ৪ টি ইউনিয়ন নিয়ে আসনটি গঠিত। সংসদীয় এ আসনটি থেকে দলীয় মনোনয়ন কে পাচ্ছেন তা নিয়ে দলীয় নেতা কর্মীদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা বিরাজ করছে।
নৌকার মাঝি হতে এ পর্যন্ত খুলনা-৪ আসন থেকে ১১ জন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এ সকল মনোনয়ন প্রত্যাশীরা নির্বাচনী এলাকার নিজেদের অনুসারী নেতাকর্মীদের ঢাকায় নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দিয়েছেন।
দলীয় মনোনয়ন ফরম ক্রয়কারীরা হলেন খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুজিত অধিকারী, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, প্রয়াত খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস এম মোস্তাফা রশিদী সুজার পুত্র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, মহানগর যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রলীগনেতা মোঃ শফিকুর রহমান পলাশ, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও রূপসা উপজেলার কৃতি সন্তান মোঃ নূর আলম, স্পেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, মরহুম বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ নজির আহমেদ ‘র পুত্র, দিঘলিয়া উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার শেখ মুনির আহমেদ, আওয়ামীলীগ নেতা ও তেরখাদা উপজেলার কৃতি সন্তান শিবাজী ফকির এবং সাবেক পুলিশের এডিশনাল আইজিপি মারুফ আহমেদ।
তবে দলীয় নেতাকর্মীদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটবে বৃহস্পতিবার (২৩ নভেম্বর)। ওই দিন আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। ঢাকা জেলা আওয়ামীলীগের তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে এই সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা। বেলা ১১ টায় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় ৩০০ আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে। প্রথম দিন রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের সংসদীয় আসনের মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।