রাজধানীর যাত্রাবাড়ী থানার সিফাত পেট্রোল পাম্পের উল্টোপাশে বিদ্যুৎগলি এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. হাসান (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।
মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাত একটার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শ (এসআই) মোহাম্মদ আনাছ বলেন, খবর পেয়ে হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আশপাশের লোকের কাছে জানতে পেরেছি ওই যুবক একটি ওয়ার্কশপে কাজ করতেন। কাজ শেষে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে হাসানকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এসআই মোহাম্মদ আনাছ।
নিহত মো. হাসান পটুয়াখালী সদর উপজেলার মো. মুন্নাফ হাওলাদারের সন্তান। কর্মসূত্রে তিনি রাজধানীর সায়েদাবাদ এলাকায় বসবাস করতেন।
খুলনা গেজেট/ বিএম শহিদ