চলতি মাসের ৩০ জানুয়ারি মণিরামপুর পৌরসভা নির্বাচন ভোটারদের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের লক্ষ্যে রিটার্নিং অফিসার ও স্থানীয় প্রশাসন প্রতিদ্বন্দ্বী ৫১ জন প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সোমবার ২৫ জানুয়ারি দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ হুমায়ুন কবীর। প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান ও মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ সহিদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) পলাশ কুমার দেবনাথ, থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, আওয়ামীলীগের নৌকার মেয়র প্রার্থী কাজী মাহমুদুল হাসান, বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী শহীদ ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলনের হাত পাখার মেয়র প্রার্থী মাষ্টার আবু তালেব। উক্ত মত বিনিময় সভায় সংরক্ষিত আসনের মহিলা ও সাধারণ কাউন্সিলর প্রার্থীগণ অংশ নেন।
খুলনা গেজেট/কেএম