স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, দেশের শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টরকে ডিজিটালইজেশন করা শেখ হাসিনা সরকারের যুগান্তকারি পদক্ষেপ। ডিজিটালইজেশন হওয়ায় জনগণের ভোগান্তি লাঘোব হয়েছে।
তিনি আরও বলেন, জমির পর্চা, চাকরি প্রার্থীদের আবেদন, বিশ্ববিদ্যালয় ভর্তিসহ নানা ধরনের কাজ আজ হাতের নাগালে। ডিজিটাল বাংলাদেশের কারণে আমরা অনেক ক্ষেত্রে নতুন নতুন জিনিস উদ্ভাবন করতে পারছি। শনিবার ১২ ডিসেম্বর সকালে মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৪র্থ ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পালন উপলক্ষ্যে শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার।
এছাড়া উক্ত ডিজিটাল দিবস সেমিনারে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনার শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষ্যে চিত্রাংকন, বিতর্ক ও রচনা প্রতিযোগীতায় অংশগ্রহনকারি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
খুলনা গেজেট/কেএম