মণিরামপুরে প্রয়োজনীয় কাগজ-পত্র ও সরঞ্জাম না থাকায় স্বাস্থ্য বিভাগের সহযোগীতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ক্লিনিকে জেল-জরিমানা করা হয়েছে। সোমবার ৭ ডিসেম্বর বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডক্টরস ক্লিনিক ও জিনিয়া প্যাথলজী-ডায়গনস্টিক সেন্টারে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এছাড়া একই দিনে পৌর এলাকার মোহনপুর বটতলা নামক স্থানে প্রগতি সার্জিক্যাল ক্লিনিকের মালিক আব্দুল আলীম জিন্নাহকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, প্রগতি সার্জিক্যাল ক্লিনিকে জরিমানার টাকা দিতে না পারায় ক্লিনিক মালিক আব্দুল আলীম জিন্নাহকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, ভ্রাম্যমাণ আদালতে যে রায় দেয়া হয়েছে সে মোতাবেক ৫০ হাজার টাকা দিতে ব্যার্থ হলে ক্লিনিক মালিক জিন্নাহকে ৩ মাসের বিনাশ্রম দন্ডসহ আদালতে সোপর্দ করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান। এসময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শুভ্রা রাণী দেবনাথ।
খুলনা গেজেট/এ হোসেন