মণিরামপুরে পুলিশ ২ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ বেনাপোলের ৪ মাদককারবারীকে আটক করেছে। রবিবার ৩১ জানুয়ারি দুপুর ১২টার দিকে উপজেলার ঝাঁপা ফাঁড়ি পুলিশ তাদেরকে আটকের পর মণিরামপুর থানায় সোপর্দ করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা করেছে।
আটক মাদককারবারীরা হলো বেনাপোল পোর্ট থানা এলাকার সাবাংহুদা গ্রামের জামাত আলীর পুত্র জামাল হোসেন, রঘুনাথপুর গ্রামের মৃত করিম বক্সের পুত্র আনারুল ইসলাম, মানকা গ্রামের নারায়ন বিশ্বাসের পুত্র সত্যজিৎ বিশ্বাস ও ভবেরবেড় গ্রামের আব্দুল লতিফের পুত্র বাবুল হোসেন।
পুলিশ জানায়, সাদা রঙের একটি প্রাইভেটকারে মাদকের চালান নিয়ে মণিরামপুরে প্রবেশ করেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাহাতাবনগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাকা রাস্তার উপর পুলিশ চেকপোষ্ট-ব্যারিকেড বসিয়ে প্রাইভেটকারসহ ৪ জনকে আটক করা হয়। এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে তাদের স্বীকারোক্তি অনুযায়ী উক্ত গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় এএসআই মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা করা হয়েছে, এসআই ওয়াসিম আকরামকে। বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
খুলনা গেজেট/ টি আই