যশোরের মণিরামপুরে মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রশিদ খান খোকন (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার রাত পৌনে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে ওইদিন সকাল নয়টায় খেদাপাড়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুর রশিদ।
নিহতের ভাগ্নে সাগর আল মামুন জানান, শুক্রবার সকাল নয়টার দিকে বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন তার মামা আব্দুর রশিদ। পথিমধ্যে দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১১টার দিকে তিনি নিহত হন। আব্দুর রশিদ খান খেদাপাড়া উত্তরপাড়ার আব্দুস সামাদ খানের ছেলে। খেদাপাড়া বাজার মোড়ে তার মুদি দোকান রয়েছে।
এ ব্যাপারে খেদাপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় দায়ী মোটরসাইকেল চালকের পা ভেঙে গেছে। তার নাম জানা যায়নি।
খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম রসুল বলেন, আমি ছুটিতে আছি। বিষয়টি আমার জানা নেই।
খুলনা গেজেট/এনএম