খুলনা, বাংলাদেশ | ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

মণিরামপুরে ব্রিটিশ সীমানা পিলার, মুদ্রাসহ আটক ২

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে র‌্যাব অভিযান চালিয়ে গত বুধবার রাতে উপজেলার আমিনপুর এলাকা থেকে ১টি ব্রিটিশ ম্যাগনেটিক (সীমানা পিলার), ৩টি ব্রিটিশ মুদ্রা ও ১টি চামড়ার ব্রিটিশ স্টাম্পসহ ২ জনকে আটক করেছে। জব্দকৃত মালামালসহ আটকদের বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর বিকেলে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়।

আটকরা হলো মণিরামপুর উপজেলার আমিনপুর গ্রামের মৃত সেকেন্দার সরদারের পুত্র মজনু সরদার (৪৫) ও কেশবপুর উপজেলার ব্রক্ষ্মকাঠী গ্রামের মৃত মোকছেদ মোল্লার পুত্র মোকাম মোল্লা (৫৩)। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি ধারায় মামলা দায়ের করেছে। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন।

খুলনা গেজেট/এ হোসেন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!