যশোরের মণিরামপুর উপজেলার পল্লীতে জহুরুল ইসলাম (৪৫) নামে এক পাইপ ব্যবসায়ী খুন হয়েছেন। তিনি উপজেলার গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলীর ছেলে।
নিহত জহুরুল দীর্ঘদিন যাবৎ কোনাকোলা বাজারে পাইপের ব্যবসা করতেন। বুধবার সকালে নিহতের মরদেহ উপজেলার চিনাটোলা-কোনাকোলা সড়কের বাটবিলা নামক স্থানের ফাঁকা মাঠ থেকে পুলিশ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অন্যান্য দিনের ন্যায় জহুরুল ইসলাম মঙ্গলবার সকালে বাড়ি থেকে কোনাকোলা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে যান। রাতে তার বাড়ি ফিরে যাবার কথা ছিল। কিন্তু রাত গভীর হওয়ায় তিনি ফিরে না আসায় বার বার মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। এরপর সকালে মানুষের মুখে খবর পেয়ে বাটবিলায় গিয়ে তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে, তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে অন্য কোন স্থানে নিয়ে তাকে হত্যা করে মৃতদেহ ওই স্থানে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তার মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
খুলনা গেজেট/এনএম